জাবিতে বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা ।

সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি ঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি ) বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ রবিবার (২১জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে এই সমিতির ৩০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ড. আব্দুল লতিফ মাসুম।
নতুন কমিটির সহ-সভাপতি হলেন মিলন আহাদ অলি (পরিসংখ্যান,৪২) ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (পাবলিক হেলথ ও ইনফরমেটিক্স,৪৫)।
উল্লেখ্য, নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রুবেলকে সভাপতি করা হয়।
এছাড়াও নতুন কমিটির যুগ্ম -সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, কার্যকরী সদস্য পদে ১০ জন ও অন্যান্য পদে ১ জন করে মোট ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কল্যাণে সেবামূলক কাজ করে থাকে।