জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালইয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলায় আহত অন্তত ৩ (ভিডিও)
বিপ্লব সাভার ঃ দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালইয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালইয়ের সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল এর বিরুদ্ধে।
বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালইয়ের পুরাতন কলাভবনের সামনে এঘটনা ঘটে।
এঘটনায় আহত হয়েছে অন্তত ৩ জন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায় দুর্নীতির অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে সকাল থেকে বিশ্ববিদ্যালইয়ের পুরাতন কলাভবনের সামনে একাডেমিক কার্যালয়ের গেট বন্ধ করে অবরোধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে জোরপূর্বক একাডেমিক কার্যালয়ে প্রবেশ করার চেষ্টা করেন সহকারী প্রক্টর মহিবুর রহমান শৈবাল।
পরে শিক্ষার্থীরা বাধা দিলে সহকারী প্রক্টর তাদের উপর হামলা করে এসময় বিশ্ববিদ্যালইয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি নজির আমিন চৌধুরীজয় সহ দুই শিক্ষার্থী আহত হয়। এঘটনায় বিশ্ববিদ্যালইয়ের চরম উত্তেজনা বিরাজ করছে। এছাড়া সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবালের শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা।
এদিকে সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল অভিযোগ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা তাকেসহ আরেকজন শিক্ষককে মারধর করেছে তিনি বলেন আমি এখন বিশ্ববিদ্যালইয়ের মেডিক্যাল সেন্টারে চিকিৎসা সেবা নিচ্ছি।
এদিকে টানা ক্যাম্পাসে টানা চুতুর্থ দিনের মত সর্বাত্মক ধর্মঘটনা ও উপাচার্যের কার্যালয় অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ।