ঝালকাঠিতে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলের কারাদন্ড
সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে আটক করে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১৮/১০/২০২০ইং তারিখ রবিবার জেলা প্রশাসন, পুলিশ ও কোষ্টগার্ডের যৌথ অভিযানে বিষখালী নদী থেকে মা ইলিশ শিকারের সময় উজ্জল ও আবুল কালাম নামে দুই জেলেকে আটক করা হয়। এ সময় কিছু কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাছবীর হোসেন দুই জেলেকে এক বছর করে কারাদন্ড প্রদান করেন।
আটককৃত জেলেরা জেলা সদরের কিস্তাকাঠি আবাসন এলাকার বাসিন্দা। জব্দকৃত জালগুলো জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ সকালে পুড়িয়ে ফেলা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাছবীর হোসেন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে নদীতে নেমে ইলিশ শিকার করছিল। এ সময় উজ্জল ও আবুল কালামকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়।
পরে ভ্রম্যমাণ আদালতে তাদেরকে এক বছর করে কারাদন্ড দেয়া হয়।মা ইলিশ রক্ষা করতে আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং থাকবে।