প্রচ্ছদ অপরাধ ঝালকাঠি সুগন্ধা নদীতে অভিযানে চালিয়ে বাধাজাল জব্দ

ঝালকাঠি সুগন্ধা নদীতে অভিযানে চালিয়ে বাধাজাল জব্দ

Loading

সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি নলছিটিতে সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে ৩টি বাধা জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর।

২৩/০৭/২০২০ইং তারিখ বৃহস্পতিবার জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রমে’র অংশ হিসেবে মাছে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য প্রয়োগ বিরোধী ও মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহম্মদ সাখাওয়াত হেসেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা স্যাইয়েদা এ অভিযান পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রমনী কান্ত মিস্ত্রী,মাঠ সহকারী এস এম শোয়েব ও নলছিটি পুলিশ ফাড়ির এএসআই শ্যামল চন্দ্র মিস্ত্রী।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহম্মদ সাখাওয়াত হোসেন জানান, অভিযানের সময় ৩টি বাধাজাল জব্দ করলেও পালিয়ে যায় জেলেরা।
জব্দকৃত জাল নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।