প্রচ্ছদ অন্যান্য জাতীয় টানা তৃতীয় বার সেরা হওয়ার রাজশাহী কলেজের মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল

টানা তৃতীয় বার সেরা হওয়ার রাজশাহী কলেজের মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল

মিষ্টি বিতরন মিছিল করে উল্লাস করেছে রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

এই নিয়ে টানা তৃতীয় বারের মতো দেশসেরা হওয়ায় বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী কলেজের আনন্দ মিছিল করা হয়। মিছিলটি রাজশাহী কলেজ থেকে শুরু হয়ে নগরীর সাহেববাজার প্রদক্ষিন করে ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিলটি কলেজের বিভিন্ন বিভাগও প্রদক্ষিন করে। পরে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

আনন্দ মিছিলে নেতৃত্ব দেন, রাজশাহী কলেজ অধ্যক্ষ মহা. হবিবুর রহমান। এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পারফরমেন্স র্যাং কিং-এ জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ৭৬টি কলেজের মধ্যে দেশসেরা হয় রাজশাহী কলেজ। এ নিয়ে কলেজটি হ্যাট্রিকের সুনাম অর্জন করে।

প্রসঙ্গত, গত সোমবার দুপুরে গাজীপুরস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এসব তথ্য তুলে ধরেন। এর আগে ২০১৫ ও ২০১৬ সালের র্যাং কিংয়েও রাজশাহী কলেজ প্রথমস্থান অর্জন করে ।