ঠাকুরগাঁওয়ে কল্পনা কালেকশনকে প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা

Loading

ঠাকুরগাঁও শহরের অবৈধ মালামাল বিক্রি করায় কল্পনা কালেকশন নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে এই অর্থদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বর্ণি শিখা আশা।

দণ্ডপ্রাপ্ত মঈনুল ইসলাম কল্পনা কালেকশন ব্যবসায়ীর মালিকের ছোট ভাই।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বাংলার আলোকে বলেন, এই স্টোরে প্রচুর পরিমান ইন্ডিয়ান মালামাল পাওয়া গেছে। যেগুলোতে কোন আমদানি কারকের সিল নেই। সেই সাথে তারা নিজেদের মতো করে পণ্যের দাম বসিয়ে বিক্রি করছে। সেজন্য আজ তাদের এখানে ভোক্তা অধিকারের ৪০ধারায় তাদেরকে ৫০হাজার টাকার অর্থদ- দেয়া হয়েছে। সেই সাথে তাদের এর অবৈধ মালামালগুলো নষ্ট করে দেয়া হবে।

এসময় ভূমি অফিসের পেশকার চন্দন কুমার দে,সেনেটারী ইন্সপেক্টর আখতার অফিসার সহ আনসার বাহিনীর ২জন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।