ঠাকুরগাঁওয়ে পল্লী বিদ্যুৎ এর মালামাল সহ নসিমন উল্টে আহত-৫, নিহত ১

Loading

ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর-শ্রীকৃষ্টপুর সড়কের গোবিন্দনগর ফার্ম নামক এলাকায় পল্লী বিদ্যুৎ এর মালামালবাহি নসিমন উল্টে গিয়ে ঘটনাস্থলেই নজরুল ইসলাম (৩৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে নসিমনে থাকা আরও পাঁচ শ্রমিক।

সোমবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম নজরুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ এলাকায় আ: হানিফের ছেলে।

আহতরা হলেন- জিয়ারুল(২৬), রোজেন(১৯), আশরাফুল(২১), রব্বানী(২৩) ও গোলাপ(২৫)।তাদের সকলের বাড়ী বগুড়া জেলায়। তারা ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার বাবুলের হয়ে শ্রীকৃষ্টপুর এলাকায় বিদ্যুৎ সংযোগের তার ও খুটি লাগাতে যাচ্ছিলেন।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে পল্লী বিদ্যুতের মালামালসহ একটি নসিমন গাড়ী গোবিন্দনগর ফার্মের ইজতেমা মোড়ে বাক নিতে গিয়ে গাড়ীটি পাল্টি খায়। এসময় এক শ্রমিক গাড়ীটির নিচে চাপা পড়ে মাথার মগজ বেড়িয়ে ঘটনাস্থলেই মারা যায় নজরুল।

বাকি শ্রমিকরা গাড়ী থেকে বিভিন্ন দিকে ছিটকে পড়ে গিয়ে আহত হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান জানান, সড়ক দূর্ঘটনায় নজরুল ইসলাম নামে এক শ্রমিক নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।