প্রচ্ছদ ছবি ঠাকুরগাঁওয়ে বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Loading

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বৃহস্পতিবার (২৬ মে) জেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন বিএনপি।

এদিন দুপুরে জেলা বিএনপি,র কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, ওবায়দুল্লাহ মাসুদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপি”র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, জেলা কৃষকদলের সভাপতি আনারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুর, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস প্রমুখ।

বক্তারা বেগম খালেদা জিয়ার নামে সকল মামলা প্রত্যাহার করে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের জোর দাবি জানান।

এছাড়াও বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।