ঢাকার ধামরাইয়ে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ,চালক নিহত

Loading

করেসপন্ডেন্ট,সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে একটি সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে হাইয়েচ মাইক্রোবাসে সিএনজি নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ফারুক হোসেন (৫০) নামের চালক মারা গেছেন। এঘটনায় আহতের খবর পাওয়া যায় নি।

শুক্রবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার এন এন সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে এঘটনা ঘটে। এসময় পিছনে থাকা অপর একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়।

ফারুক হোসেন ধামরাইয়ের নান্নার ইউনিয়নের ধাইরা এলাকার বাসিন্দা। তিনি রেন্ট এ কারে প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফারুক হোসেন নিজে গাড়ি চালিয়ে সিএনজি গ্যাস ভরানোর জন্য এন এন সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে আসেন। পরে স্টেশন থেকে গাড়ির সিলিন্ডারে গ্যাসের সংযোগ দেয় স্টেশনের কর্মী। ফারুক হোসেন গাড়ির পিছনেই দাঁড়িয়ে ছিলেন। এসময় হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই চালক ফারুক হোসেন মারা যান।

নিহত ফারুক হোসেনের মেয়ের জামাই শাহনেওয়াজ মাহমুদ বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আমার শ্বশুর মারা গেছেন। আমরা এখন মানুষিকভাবে বিপর্যস্ত, আপনাদের পরে বিস্তারিত জানাতে পারবো।

ধামরাই থানার পরিদর্শক (ওসি) মনিরুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।