তালতলী আর্ন্তজাতিক গ্রামীন নারী দিবস পালিত ।

মৃধা শাহীন শাইরাজ তালতলী (বরগুনা) প্রতিনিধি ঃ  বরগুনার তালতলী বিশ্ব গ্রামীন নারী দিবস পালন করার হয়।

এই দিবসটি ১৮ডিসেম্বর ২০০৭ সালে জাতিসংঘের সাধারন পরিষদ কতৃক স্বীকৃতি পায়। প্রতিবছর এই দিবসটি পালন করা হয়। এরই ধারাবাহিকথায় সেইফ স্পেস, জাগোনারী মঙ্গলবার সকাল ১১টায় তালতলী উপজেলায় এক বর্ণাঢ্য র‌্যালীর ও আলোচনা সভার আয়োজন করে।

জাগোনারীর সেইফ স্পেস প্রকল্প এর প্রজেক্ট কো অর্ডিনেটর জনাব আখতার জাহান এর নেতৃত্বে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করেন। বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো: লুৎফর করীর, বড়বগী ইউপি প্যানেল চেয়ারম্যান-১ মো: খালেদ মাসুদ, বড়বগী ইউপি মহিলা সদস্য সেলিনা আক্তার ইভা, ,বেগম নুরজাহান মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো:আনিসুর রহমান সানু, কামরুল ইসলাম, প্রমুখ।