ঢাকার ধামরাইয়ে রেডিসন কেজুয়াল ওয়ার লিমিটেড পোশাক কারখানার আব্দুল হাই নামে এক লোড- আনলোড (লেবার) শ্রমিক কর্মরত অবস্থায় তিন তলা থেকে পরে নিহত হয়েছে । নিহতর লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
(১০ মে) সন্ধ্যায় তিন তলা থেকে কাপড় বেয়ে নামতে গিয়ে নিহত হয়। নিহত আব্দুল হাই সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার দপুলিয়া গ্রামের মৃত বিরু মোল্লার ছেলে।
এ ব্যাপারে ধামরাই থানার উপ – পরিদর্শন (এস আই) ছোটন জানান, তিন তলা থেকে কাজ শেষে কাপড় বেয়ে নামতে গিয়ে কাপড় ছিড়ে গিয়ে আব্দুল হাই প্রথমে আহত ও হাসপাতালে গিয়ে মারা যান। নিহতর লাশ আমরা উদ্ধার করেছি।পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।