ধামরাইয়ে হামলার ১৫ দিন পর ২ সন্তানের জনকের মৃত্যু।

Loading

মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাইপ্রতিনিধি): ঢাকার ধামরাইয়ে এক মাদকসেবীর হামলার স্বীকার হয়ে অসুস্থ অবস্থায় ১৫ দিনপর আজ ভোর রাতে জাহাঙ্গীর নামের ২ সন্তানের জনকের মৃত্যু হয়েছে।

সে উপজেলার ধামরাই ইউনিয়নের তেতুলিয়া গ্রামের লেহাজ উদ্দিনের ছেলে।আজ শনিবার দুপুরের দিকে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

জানা গেছে, উপজেলা তেতুলিয়া গ্রামের মাদক সেবী ও কারবারি ফাত্তু মিয়ার সাথে নিহত জাহাঙ্গীরের দীর্ঘদিন ধওে পারিবারিক বিরোধ চলে আসছিল। এই জের ধরে গত ২১ অক্টোবর রাতে ফাত্তু মিয়াসহ আরো ২/৩ জন জাহাঙ্গীরের উপর অতর্কিত হামলা চালায়। এসময় জাহাঙ্গীর তার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত প্রাপ্ত হয়। ওই সময় সে হাসপাতালে চিকিৎসাও নিয়েছে।

পরিবারের অভিযোগ ওই মারধরের পর থেকেই সে অসুস্থ ছিল। গত ২দিন আগে আবার সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।

চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসলে শনিবার ভোর রাতেই তার মৃত্যু হয়। নিহতের ছোট ভাই ফরহাদ হোসেন অভিযোগ করে বলেন, মাদকসেবী ফাত্তুর হামলায় স্বীকার হয়ে অসুস্থ্য অবস্থায় আমার ভাই মৃত্যু বরণ করেছে।

এলাকার লোকজন বলেছেন নিহত জাহাঙ্গীর ও ফাত্তু উভয়ই মাদকসেবী এবং কারবারের সাথে জড়িত ছিল ।