ধামরাইয়ে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্ভোধন।

Loading

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)“জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এই প্রতিপাদ্য বিষয়টি সামনে নিয়ে ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২০ এর উদ্বোধন করা হয়েছে।আজ ১৫ জানুয়ারী বুধবার সকালে এক জাকজমকপূর্ন বর্ণাঢ্য র‌্যালী শেষে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এই মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ। উদ্বোধন শেষে উপজেলা চত্ত্বর মঞ্চে বিজ্ঞান মেলা বিষয় বস্তু নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ। উপস্থিত ছিলেন যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ , পৌর যুবলীগ সহ-সভাপতি আলি খান প্রমুখ।

মেলায় ১৯ টি স্কুল ও ৪টি কলেজ মোট ২৩টি স্টল নিয়ে দুই স্তরের ব্যক্তি প্রতিষ্ঠান নিজেদের তৈরী বিভিন্ন প্রদর্শনী প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের মাঝে তুলে ধরেন।

এছাড়া মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।এই মেলা দুই দিন ব্যাপি চলবে।