ধামরাই সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

Loading

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) আজ (৮ই ফেব্রুয়ারী) ধামরাই সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ এ এস এম সিরাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ ।প্রধান অতিথি বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন।এ সময় তিনি বলেন শিক্ষা জাতির মেরুদন্ড. তাই সুশিক্ষিত শিক্ষিত হয়ে মানুষের মত মানুষ হতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা যুবলীগ সভাপতি ও ধামরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, সানোরা ইউপি চেয়ারম্যান মাসুদ খান লাল্টু,পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং প্যানেল মেয়র ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শহীদুল্লাহ্ ,৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন,ধামরাই উপজেলা যুবলীগের সদস্য মোঃ হারুণ-অর রশিদ রোকন,ধামরাই পৌর-যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সানাউল হক সুজন,পৌর যুবলীগের সহ-সভাপতি আলী খান, ধামরাই উপজেলা যুবলীগের সদস্য মোঃ কামরুল ইসলাম, কলেজের সকল শিক্ষক এবং ছাএ-ছাএী উপস্থিত ছিলেন।