নোয়াখালীতে এবার ৩ সন্তানের জননীকে গণধষর্ণের অভিযোগ

Loading

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চার সন্তানের জননীকে গণধর্ষণের রেশ না কাটতেই এবার কবিরহাট উপজেলায় তিন সন্তানের জননীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ জানুয়ারি) মধ্যরাতে কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাকির হোসেন ওরফে জহির নামে স্থানীয় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে নির্যাতিতা নারী বাদী হয়ে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম উল্লেখ করে আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করে কবিরহাট থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। গ্রেফতার হওয়া জহির একই এলাকার এনামুল হকের ছেলে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান সাংবাদিকদের বলেন, ‘নির্যাতিতাকে আজ (১৯ জানুয়ারি) দুপুরে তার বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন ওরফে জহির নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে জহিরকে আগামীকাল রোববার (২০ জানুয়ারি) আদালতে পাঠানো হবে।’

নির্যাতিতা নারী বলেন, ‘আমার স্বামীকে গত ২৩ ডিসেম্বর বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে পরে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠান। বর্তমানে ঘরে তিনি, তার মা ও তিন সন্তান রয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে সিঁধ কেটে দেশীয় অস্ত্র নিয়ে সাতজন তার ঘরে ঢোকে। তাদের মধ্যে চারজনের মুখ বাঁধা ও তিনজনের মুখ খোলা ছিল। তারা ঘরে ঢুকে প্রথমে থানা থেকে এসেছে বলে তার স্বামীকে খুঁজতে থাকে। পরে আমাকে ও আমার এক মেয়েকে বেঁধে ফেলে। অস্ত্র ঠেকিয়ে তিনজন ধর্ষণ করে এবং ৬০ হাজার টাকা, কিছু স্বর্ণালংকার নিয়ে যায়।’