প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রাণীশংকৈল প্রাথমিক শিক্ষা বিভাগের ৫১৪৩৩৮ টাকা প্রদান
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তার আওতাধীন কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীগণের বাংলা নববর্ষের মোট প্রাপ্ত বৈশাখী ভাতার ২০% অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা প্রদানের যে মানবিক আহবান জানিয়েছেন তা বাস্তবায়ন করলেন রাণীশংকৈল উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও উপজেলার শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ। জানাগেছে ২০ এপ্রিল সোমবার সোনালী ব্যংক রাণীশংকৈল শাখার মাধ্যমে ৫ লক্ষ ১৪ হাজার ৩ শত ৩৮ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করেছে উপজেলা প্রথমিক শিক্ষা পরিবার।
এ ব্যপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোকছুদুর রহমান জানান, উপজেলায় ৫ জন কর্মকর্তা, ৭৯১ জন প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক এবং ৪০ জন দপ্তরীর নিকট থেকে বৈশাখী ভাতার ২০% কর্তনকৃত অর্থ প্রদান করা হয়েছে। যা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা হবে।
তিনি দেশের এ করোনা পরিস্থিতিতে উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারসহ সকলকে নিজ বাড়িতে নিরাপদে থাকার আহবান জানান।