বকেয়া বেতনের দাবিতে সাভারের হেমায়েতপুর তেঁতুলঝোড়া রাকেফ এপারেলস লিঃ এর শ্রমিকদের বিক্ষোভ(ভিডিও)

Loading

বিপ্লব ,সাভার ঃবকেয়া বেতনের দাবিতে সাভারের হেমায়েতপুর,তেঁতুলঝোড়া রাকেফ এপারেলস লিঃ এর শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ ।

আজ রবিবার সকালে হেমায়েতপুর তেতুঝোড়া এলাকায় রাকেফ এপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা এ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ।

কারখানার একাধিক শ্রমিকরা জানায়, রাকিব ফ্যাশন লিমিটেডের মালিক জানুয়ারি থেকে শ্রমিকদের বেতন নিয়ে টালবাহানা করে আসছিলেন।

মার্চে বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ ওই দিন বেতন না দিয়ে ১৩ তারিখে বেতন পরিশোধের আশ্বাস দিয়ে কারখানাটি ছুটি ঘোষণা করেন।
কারখানার একাধিক শ্রমিকরা অফিস স্টাফদের সঙ্গে যোগাযোগ করে আগামীকাল সোমাবর (১৩ এপ্রিল) বেতন দেওয়া হবে না বলে , জানতে পারেন ।

পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনা স্থলে পোঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

শ্রমিকদের দাবী গেল জানুয়ারি মাস থেকে তারা বেতন পাচ্ছেন না , এই কারখানায় প্রায় চার হাজার শ্রমিক কাজ করে , গেল জানুয়ারি মাস থেকে মালিকপক্ষ নানা অজুহাতে তাদের বেতন নিয়ে তালবাহানা করছেন , বর্তমান পরিস্থিতিতে আমাদের আর কোন উপায়অন্ত নেই, আমাদের বকেয়া বেতন দিয়ে দেয়া হউক ।