বদলগাছী থানা কে দালাল মুক্ত করলেন ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ

Loading

শামশুজ্জোহা বিদ্যুৎ,নিজস্ব প্রতিবেদক :নওগাঁর বদলগাছী থানায় যোগদান করেই থানা কে দালাল মুক্ত করলেন চৌধুরী জোবায়ের আহাম্মদ।গত ৮ সেপ্টেম্বর ২০১৯ তিনি এ থানায় যোগদান করেন। যোগদান করেই তিনি এই থানা চত্বরকে দালালমুক্ত এবং পুরো থানাকে মাদক মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন।এই ঘোষণার এক মাস পূর্ণ হওয়ার পূর্বেই তিনি থানা চত্তরকে দালাল মুক্ত করলেন এই ওসি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দুই বছর ২ মাস দায়িত্ব পালনের পর গত ৮ সেপ্টেম্বর বদলগাছি থানা যোগদান করেন চৌধুরীর জোবায়ের আহাম্মদ। তিনি যোগদানের পর থেকেই দেখা গেছে থানায় দালালদের দৌরাত্ম্য কমে গেছে। প্রাথমিক অবস্থা দালালদের সতর্ক করে থানায় তদবিরের জন্য না আসতে বলা হচ্ছে। সেবাপ্রার্থীরা দালাল ছাড়াই নির্বিঘ্নে থানায় আসা-যাওয়া করতে পারছেন।থানা মানেই টাকা।টাকা ছাড়া কোন থানায় কোন কাজ হয়না এমন ধারনা জনসাধারণের।তবে জনসাধারণের সেই ধারণাকে পাল্টে দিচ্ছে বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা চোধুরী জোবায়ের আহাম্মদ।

এই থানায় সেবা নিতে আসা লোকজন এখন টাকা ছাড়ায় সাধারন ডাইরি ( জিডি ) , অভিযোগ ও মামলা অন্তর্ভুক্ত করতে পারছেন । থানায় সেবা নিতে আসা আধাইপুর গ্রামের সাইদুল ইসলাম বলেন আমার একটি সাইকেল বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলে নামাজ পড়তে এসে হারিয়ে যায়।

স্কুলের সিসিটিভি ফুটেজে চোরের ছবি ধরা পড়ে, সেই ছবি ওসি স্যার কে দেখালে ওসি স্যার তাৎক্ষনিক ডিউটি অফিসার কে ডেকে সব অফিসার কে সেই ছবি দেখিয়ে
চোরকে ধরার নির্দেশ দেন। এবং আমার নাম, ঠিকানা, মোবাইল নম্বর নিজের ডাইরিতে নোট করে রাখেন, যাতে সাইকেল উদ্ধার করে আমাকে ফোন করে জানাতে পারেন।

মথুরাপুর ইউনিয়নের চাপাইনগর গ্রামের সেবাপ্রার্থী মোঃ হাবিবুর রহমান বলেন আমার একটি ব্যাটারি চালিত অটোরিকশা হারিয়ে গেছে আমি থানায় জিডি করতে এসেছি। আগে জানতাম থানায় জিডি বা মামলা করতে টাকা দিতে হয়। ওসি স্যার কে সব বললাম ওসি স্যার আমাকে ডায়েরি করতে বলল্লেন আমি ডাইরী করেছি। কিন্তু আমাকে কোন টাকা দিতে হয়নি বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, সেবাপ্রার্থীদের সবধরনের সহযোগিতা করার জন্য থানার সকল অফিসার কে নির্দেশ দিয়েছি।থানা চত্বর কে দালাল মুক্ত করেছি, বদলগাছী থানা কে মাদকমুক্ত করতে অভিযান শুরু করেছি ,এবং এই অভিযান অব্যাহত থাকবে।