বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার অভিযানে মাদকদ্রব্য আইনে মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাফিজুর রহমান(৩৮) গ্রেপ্তার। গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হাফিজুর বালুন্ডা গ্রামের হযরত আলীর ছেলে।রবিবার(১০ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় বেনাপোল পোর্ট থানার এএসআই শাহীন ফরহাদ গোপন সংবাদের ভিত্তিতে বালুনাডা গ্রামে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হাফিজুর রহমানকে গ্রেপ্তার করি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান বলেন, গোপন সংবাদে জানতে পারি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হাফিজুর রহমান গোপনে বাড়ি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হাফিজুর রহমানকে সোমবার সকালে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে তিনি নিশ্চিত করে।