ভাষা শহীদের প্রতি ভালোবাসা কুবি আদিবাসী ছাত্র সংসদ

Loading

জার্মান ত্রিপুরা ,কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় আদিবাসী ছাত্র সংসদ শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞলি অর্পণের মাধ্যমে এদেশের ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানায়। আজ রাত ১২:০০ (বার)টায় শ্রদ্ধাজ্ঞলি অর্পণ করে শোক প্রকাশ করেন।প্রতি বছর আদিবাসী ছাত্র সংসদ শিক্ষার্থীরা শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞলি অর্পণ করার মাধ্যমে এদেশের ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেন এবং সকল শহীদেরকে ম্মরণ করেন। তেমনি এ বছরেও ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মা শান্তি কামনা করেন।

সংগঠনের সভাপতি পঙ্কজ চাকমা বলেন বিশ্বের সকল ভাষার ন্যায় বাংলা ভাষা হচ্ছে এদেশে মানুষের মায়ের ভাষা এই ভাষাকে শ্রদ্ধা,সম্মান করা আমাদের মৌলিক কর্তব্য ।তবে পাশাপাশি এ দেশের সকল আদিবাসী জাতিসত্তার ভাষার প্রতিও আমাদের নজর দিতে হবে। বাংলা ভাষাকে কীভাবে বিশ্বের দরবারে পৌঁছে দিতে হবে সে বিষয়ে বর্তমান তরুণ প্রজম্মকে এগিয়ে আসার জন্য আহ্বান করেন এবং আরো বলেন বাংলাদেশের ধর্ম,বর্ণ জাতি এবং নির্বিশেষে সর্বস্থ মানুষকে কাজ করতে হবে যেন এই ভাষা আমাদের দেশের মানুষের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্বের মানুষের মুখে এ ভাষা যেন উচ্চারিত হয়।

এ সময় আদিবাসী ছাত্র সংসদে সাধারণ সম্পাদকসহ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সকল আদিবাসী সংসদ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।