মাগুরার শ্রীপুরে নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা(ভিডিও)
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃআন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে গতকাল সোমবার মাগুরার শ্রীপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অজর্নকারী নারী, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য, সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী ও সমাজ উন্নয়ন সাফল্য অর্জনকারী হিসেবে অবদান রাখায় উপজেলার চারজন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীবের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল ও প্রাক্তন প্রধান শিক্ষক মোল্যা মতিয়ার রহমান প্রমুখ।