মাগুরার শ্রীপুরে মীনা দিবস উপলক্ষে র‌্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুরে গতকাল মঙ্গলবার সকালে মীনা দিবস উদযাপণ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি আলোচনা সভায় মিলিত হয় ।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেন হোসেন ও শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান । আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে প্রাথমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে সংগীত,নৃত্য ও কবিতা আবৃত্তির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।