মাগুরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি :‘মাদক কে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ব’-এই প্রতিপাদ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার মাগুরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক এসকে ইফতেখার মোহাম্মদ ওমায়রের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা, সমাজ সেবার উপ-পরিচালক জাহিদুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। অনুরুপভাবে শ্রীপুর,শালিখা ও মহম্মদপুর উপজেলাতেও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।