মুশতাকের মৃত্যুর প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিপেটা, আহত ১৫
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনাকে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড আখ্যা দিয়ে হত্যার বিচার দাবিতে পূর্বঘোষিত প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের মশাল মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে টিএসসি থেকে মশাল মিছিলটি নিয়ে শাহবাগের দিকে যাওয়ার সময় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সামনে বাধা দেয় পুলিশ। এরপর পুলিশ লাটিচার্জ শুরু করে। ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করে দেয়। এ সময় পুলিশকে টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করতে দেখা গেছে। পুলিশের লাঠিচার্জে ১৫ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আন্দোলনকারীরা জানিয়েছেন তিনজনকে আটক করে পুলিশ নিয়ে গেছে।
আজকের হামলার প্রতিবাদে আগামীকাল দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল করা হবে বলে জানিয়েছেন প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক আল কাদেরী জয়।