রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

Loading

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ।

আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে ডীন কমপ্লেক্সে দূর্নীতি বিরোধী শিক্ষকরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারসহ কয়েকটি বিভাগে শিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে আবেদনপত্র গ্রহণ চলছে।

দূর্নীতি বিরোধী শিক্ষকরা জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মতো দায়িত্বশীল প্রতিষ্ঠানের তদন্তে অনিয়ম-দুর্নীতি প্রমাণিত হওয়ায় নিয়োগ কার্যক্রম পরিচালনার নৈতিক ভিত্তি বর্তমান প্রশাসনের নেই। তারা অনিয়ম, দুর্নীতি ও অনৈতিক পন্থায় নিয়োগ সম্পন্ন করার লক্ষ্যে তড়িঘড়ি করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

তারা অভিযোগ করেন,রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যাক্ট ১৯৭৩ অনুযায়ী অথরিটি ও ডীনসমূহের নির্বাচন সম্পন্ন না করেই নজিরবিহীনভাবে ৫০৩তম সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি ছাড়াই নিয়োগ বোর্ড গঠন করা ও নিয়োগে সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা অনৈতিক। শিক্ষকরা সকল নিয়োগ প্রক্রিয়া বন্ধ করেন।