প্রচ্ছদছবিরাণীশংকৈলে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
হুমায়ুন কবির, রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ১১ জানুয়ারি সোমবার উপজেলা সভাকক্ষে মাসিক আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল জুলকার নাইন কবির স্টিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার ভূমি প্রীতম সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ সেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার মোকছুদুর রহমান প্রমুখ।
এছাড়াও ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল, এনামুল হক, মাহাবুব আলম, জমিরুল ইসলাম, আব্দুর রউফ, মহিলা আ’লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় অনেকেই গত মাসের আইনশৃংখলা সার্বিক পরিস্থিতির উপর বিভিন্ন মতামত পেশ করেন।
পরে পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ সেখ গত মাসের বিভিন্ন ধরনের মামলার বিবরণ সম্পর্কে বর্ণনা করেন। এবং উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।