রাণীশংকৈলে কন্দাল ফসল উন্নয়ন শীর্ষক কৃষক মাঠ দিবস

Loading

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ কন্দাল ফসল (আলু,মিষ্টি আলু, কচু,ওলকচু,লতিরাজ কচু, গাজর) চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে কাজ করছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা।

এসব ফসলের উন্নয়ন ও আবাদ বৃদ্ধির লক্ষে প্রদর্শনী ও সাধারণ কৃষদেরকে নিয়ে সোমবার (১৪ ফেব্রুয়ারি)মাঠ দিবসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ উপলক্ষে এদিন দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভোলাপাড়া চৌরাস্তা সংলগ্ন মাঠে বনগাঁও ব্লকের কৃষকদের নিয়ে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

নন্দুয়ার ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ- পরিচালক জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আবু হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন
জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আনিসুর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম, আ’লীগ নেতা সহযোগী আধ্যাপক শফিকুল আলম, নন্দুয়ার ইউপির বিএনপির সাধারণ সম্পাদক মো.আলিফ।
আরো বক্তব্য দেন প্রেসক্লা প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ারুল ইসলাম, কৃষক আঝহারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ফারুক, ইউপি সদস্য হিরু, সুনামধন্য কৃষক পয়গাম আলী প্রমুখ।
এছাড়াও ওই ব্লকের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, কৃষক- কৃষানি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ- সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।