রাণীশংকৈলে জুয়াখেলা অবস্থায় আটক ৮

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৭নভেম্বর বুধবার ভোর ৫টায় ট্রাক ট্যাংকলড়ি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে থেকে জুয়া খেলারত অবস্থায় ৮জনকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।থানা সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ সন্ধ্যারই গ্রামের সুমা চরণ দেবের পুত্র মোহন লাল দেব মটাই (৫৫), ভান্ডারা গ্রামের মুখলেসুরের ছেলে আনিসুর রহমান (৩৫), ভান্ডারা গ্রামের দানেশ আলীর ছেলে গফুর আলী (৪১), পদমপুর গ্রামের সমির উদ্দীনের ছেলে আইজুল (৪৫), বসাক পাড়ার নারু গোপালের ছেলে বিকাশ (৫০), বাঁশবাড়ী গ্রামের বিশু মোহাম্মদের ছেলে আবুল কালাম (মোগা আবু) (৫৫), ভান্ডারা গ্রামের বদিউজ্জামানের ছেলে আমান আলী (৪৫), পশ্চিম কালুগাঁও গ্রামের জাবেদ আলীর ছেলে কেরামত আলী (৪০)কে তাস খেলার অপরাধে পুলিশ আটক করে থানায় নিয়ে ১৮৬৭ আইনের ৪ধারায় মামলা রজু হয়। মামলা নং-২৩, তাং- ২৭-১১-১৯খ্রি:।

এ দিনেই সকালে আসামীদের ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।