হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১১ মার্চ) কেন্দ্রীয় হাইস্কুল মাঠে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়।
ইউএনও’র প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি)ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুয়েল মার্ডি, বরেন্দ্র কর্মকর্তা তিতুমীর,কেন্দ্রীয় হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহাদেব বসাক, প্রেসক্লাব (পুরাতন) আহবায়ক কুসমত আলী।
এ ছাড়াও অনুষ্ঠানে প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ওসি এস এম জাহিদ ইকবাল, আ’লীগ যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার বিপ্লব, বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বক্তব্যে তারা স্থানীয় সাংস্কৃতিক নেতা-কর্মীদের সংস্কৃতি চর্চায় এগিয়ে আসার আহবান জানান এবং তাদেরকে সহযোগিতার আশ্বাস দেন।
উৎসব চত্বরে বিভিন্ন প্রকার পিঠা পুলি নিয়ে ৭ টি স্টল বসে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক সুকুমার মোদক। সঞ্চালনা করেন প্রভাষক প্রশান্ত বসাক ও উপ-সহকারী কৃষি কমকর্তা সাদেকুল ইসলাম।