প্রচ্ছদঅপরাধরাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে ১০০০ মিটার কারেন্ট জাল জব্দ
রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে ১০০০ মিটার কারেন্ট জাল জব্দ
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ হাটে ৫ জুলাই রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথ, ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ১০০০ মিটার মাছ ধরা নিসিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে।
এ অবৈধ কারেন্ট জাল বিক্রেতারা টের পেয়ে তাতক্ষণিক পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জালগুলো উপজেলা পরিষদে এনে জ্বালিয়ে দেয়া হয়।
সরকারি আইন লংঘন করে কিছু অসাধু ব্যক্তি এসব জ্বাল ব্যবহার করে উপজেলার বিভিন্ন নদীনালা, খাল- বিল ও জলাশয়ে জাটকা, ডিমওয়ালা, পোনামাছ ধরে বিক্রি করছে। এতে এসব মাছসহ অন্যান্য জলজ প্রাণীর অকাল মৃত্যুতে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে বলে ইউএনও জানান।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ,উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আফরিদা। এ সময় মৎস কর্মকর্তা রাকিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, সহকারি মৎস কর্মকর্তা আব্দুল জলিলসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে মৎস কর্মকর্তা বলেন, নিসিদ্ধ মাছ ধরার কারেন্ট জাল জব্দ অভিযান অব্যাহত থাকবে।