প্রচ্ছদ খেলাধুলা রাণীশংকৈলে মহিলা ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ।

রাণীশংকৈলে মহিলা ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ।

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমী মাঠে একদিনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ১৩ অক্টোবর রবিবার বিকেলে দিনাজপুর নওশিন প্রমিলা ফুটবল একাডেমী বনাম রাঙ্গাটুঙ্গী প্রমিলা ফুটবল একাডেমীর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী ও সাবেক মহিলা সংসদ সদস্য সেলিনা জাহান লিটা। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন, থানা আফিসার ইনচার্জ আব্দুল মান্নান, রাঙ্গাটুঙ্গী প্রমিলা ফুটবল একাডেমীর পরিচালক অধ্যক্ষ তাজুল ইসলাম, মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, উপজেলা চেয়ারম্যানের স্ত্রী আভা আক্তার , প্রধান শিক্ষক গোপেনন্দ্র নাথ রায় প্রমূখ । এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন গোপাল মুর্মু সুগা ও জয়নুল ইসলাম। খেলায় রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমী ৩-০ গোলে দিনাজপুর মহিলা ফুটবল দলকে পরাজিত