রাণীশংকৈলে শেখ হাসিনা গৃহিনী পশু ফার্মের উদ্বোধন

Loading

হুমায়ুন কবির, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা রায়পুর গ্রামডাঙ্গী এলাকায় রবিবার ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় শেখ হাসিনা গৃহিনী পশু ফার্মের উদ্বোধন করা হয়।

ওই গ্রামের হাবিবুর রহমান ও আহসান হবির এর যৌথ উদ্যোগে ফার্মটির শুভ উদ্বধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক। এ সময় পৌর মেয়র, প্রাণিসম্পাদ কর্মকর্তা ও উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ফার্ম চত্বরে ফার্মের মালিক হাবিবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক ছাড়াও বক্তব্য দেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মৌসুমী আক্তার, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আ,জ,ম সফিউলাহ বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,হোসেনগাঁও ইউনিয়ন আ.লীগ সভাপতি প্রভাষক আব্দুল খালেক, ফার্মের পরিচালক আহসান হাবিব প্রমুখ।

এছাড়াও উপজেলা আ.লীগ যুগ্ন সম্পাদক সারওয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, পৌর প্যানেল মেয়র মতিউর রহমান, আ.লীগ সদস্য তারেক আজীজ, সাবেক ইউনিয়ন আ.লীগ সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক বিশ্বনাথ রায়, সিনিয়র সাংবাদিক মোবারক আলী, সফিকুল ইসলাম শিল্পী ও হুমায়ুন কবির প্রমুখ।

শেখ হাসিনা গৃহিনী ফার্মে শুরুতেই ২৭ টি ভেড়া, সাতটি গাভি, ১০০ মুরগি ও ৫০ টি হাঁস নিয়ে ফার্মটির যাত্রা শুরু করেন খামারি হাবিবুর ও আহসান হাবিব।