রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের ১৫ আগস্টে শোক র‍্যালি ও আলোচনা সভা ।

Loading

হুমায়ুন কবির, রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সকালে, আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকালে মিলাদ শেষে আওয়ামী লীগের কার্যালয় থেকে এক শোক র‍্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন রাণীশংকৈল সাধারণ পাঠাগার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র আলমগীর সরকার, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজউদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, যুগ্ন সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক মহাদেব বসাক, ত্রাণ বিষয়ক সম্পাদক খায়রুল আলম, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক প্রভাষক প্রশান্ত বসাক, বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান, ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কাশেম, গোলাম রব্বানী, মহিলা আ’লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, জেলা বার কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরিদ, সাবেক ছাত্রনেতা রকুনুল ইসলাম ডলার কেন্দ্রিয় ছাত্রলীগের সহ সভাপতি সোহেল রানা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সোহাগ প্রমুখ।

এছাড়াও আলোচনা সভায় উপজেলা, ইউনিয়নের বিভিন্ন নেতকর্মি, আওয়ামী লীগের সহোযোগি সংগঠনের নেতাকর্মিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শোক সভায় বক্তারা বলেন শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামীতে দলের বৃহৎ সার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।