হুমায়ুন কবির, রাণীশংকৈলে ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী বাজারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অটো চার্জার মেকার জিয়ারুল (২০) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সে উপজেলার সুন্দরপুর গ্রামের খোরসেদ আলমের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রমতে ১৮ আগস্ট বুধবার আনুমানিক দুপুর ১২:৩০ মিনিটে অটোবাইক মেরামতের জন্য ঝালাই করার সময় বডিতে বিদ্যুৎতায়িত হলে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষনিক বাজারের আশপাশের লোকজন টের পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্টার মৃত বলে ঘোষনা করেন।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জীতেন্দ্রনাথ বর্মন এ মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।