লালপুরে পানিতে ডুবে মুন্নি (৫)শিশুর মৃত্যু হয়েছে।
মোঃ নাহিদুল ইসলাম (নাহিদ) নাটোর জেলা প্রতিনিধি : লালপুর উপজেলার দুড়দুড়ি, মনিহারপুর গ্রামের মুন্নার মেয় মুন্নি (৫) বাড়ির নিজ আঙিনায় পানিতে পড়ে মৃত্যু হয়েছে তার,।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৮নং দুড়দুড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল হান্নান। শিশু মুন্নির মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি বলেন ,জলাবদ্ধতায় ভোগান্তিতে রয়েছে লালপুর উপজেলার দুড়দুড়িয়া ,ইউনিয়নের, প্রায় দুই হাজার পরিবার। কিছু সার্থ লোভী মানুষ খাল বন্ধ করে পুকুর খনন করাই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এলাকা বাসী জানান ,গত ২৭/০৭/২০২০ইং – নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল , জলাবদ্ধতা থাকা মানুষের পরিস্থিতির দেখতে এসে। তিনি বর্তমান, চেয়ারম্যান আব্দুল হান্নান ও সাবেক চেয়ারম্যান আজিজুল আমল কে দায়িত্ব দিলেও এখনো পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়নি । যতো তাড়াতাড়ি সম্ভব পানি নিষ্কাশন না হলে এমন অপমৃত্যু, ঘটবে বলে মনে করছেন।
শিশু মুন্নীর শোকার্ত পিতা মুন্না জানায়, পানি নিষ্কাশনে বাধাদানকারী পুকুর মালিকদের কারনে আমার মেয়ে আজ মারা গেছে। আর কোন বাবা, মায়ের কোল যেনো জলাবদ্ধতার কারনে খালি না হয়, সে ব্যবস্থা গ্রহনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তা চাচ্ছি ।