শার্শায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের সমাধিতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেনদন
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ই ডিসেম্বর) সকাল ৭টায় পৃথকভাবে নূর মোহাম্মদের পরিবার, স্থানীয় প্রশাসন,বিজিবি কর্মকর্তারা ও রাজনৈতিক নেতৃবৃন্দ তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সহধর্মিণী বেগম ফজিলাতুন নেসা, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মন্ডল, ২৬ বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর বিজিবি ক্যাম্প কমান্ডার,উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তি যোদ্ধা সিরাজুল হক মঞ্জু,শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম।
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে হানাদারবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে শহীদ হন। তাকে যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে সমাহিত করা হয়। নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রæয়ারি নড়াইল সদর উপজেলার চÐিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন।