শ্রীপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় গার্মেন্টস শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : গতকাল সোমবার সকালে মাগুরার শ্রীপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় ২ সন্তানের জননী আঞ্জু বেগম (২৮) নামে এক গার্মেন্টস শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আঞ্জু বেগম উপজেলার করন্দী গ্রামের মোঃ মানিক শেখের স্ত্রী । শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান ও নিহতের শশুর ইজ্জত আলী শেখ জানান, সকাল সাড়ে সাতটার দিকে আঞ্জু বেগম তার স্বামী মানিক শেখের সাথে মোটরসাইকেল যোগে আমতৈল সান এ্যাপারেলস্ গার্মেন্টসে কাজে যাচ্ছিল। পথিমধ্যে রামচন্দ্রপুর বিজের কাছে পৌঁছালে একটি মাইক্রো বাসকে সাইট দিতে গিয়ে মোটরসাইকেলের আরোহী আঞ্জু বেগমের পা ব্রিজের রেলিংয়ের সাথে বেধে ছিটকে পরে গিয়ে মাথায় চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়ে মারাত্বক আহত হয়। আহত অবস্থায় দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথেই তার মৃত্যু ঘটে ।