সাভারের কর্ণপাড়া এলাকায় বংশী নদী পরিদর্শন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ ।ভিডিও সহ।

বিপ্লব সাভার ঃ বাংলাদেশ ভারতের বন্ধু রাষ্ট্র বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ।

শনিবার দুপুরে সাভারের কর্ণপাড়া এলাকায় বংশী নদী পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ এসময় আরও বলেন বাংলাদেশ সবসময় ভারতের বন্ধু রাষ্ট্র জানিয়ে তিনি আরও বলেন বাংলাদেশ নদী মাতৃক দেশ এদেশের নদীগুলো অনেক সুন্দর এছাড়া বাংলাদেশে অনেক পর্যটন এলাকা রয়েছে।

এসময় ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদুত মিশিল বেøকেন বলেন নরওয়ে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নরওয়ে সরকার সবসময় বাংলাদেশের পাশে থাকবে।

এসময় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ ও নরওয়ের রাষ্ট্রদুত মিশিল বেøকেন বংশী নদীতে বি ফোর পানশীতে চড়ে বংশী নদীর মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করেন।
এসময় ভারতীয় হাইকমিশনার ও নরওয়ে রাষ্ট্রদুতের সাথে উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া দুই ভারতীয় হাইকমিশনার ও নরওয়ে রাষ্ট্রদুতের জন্য ওই এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
সিংক রীভা গাঙ্গুলী দাশ ভারতীয় হাইকমিশনার ও মিশিল বেøকেন নরওয়ের রাষ্ট্রদুত।