প্রচ্ছদঅপরাধসাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের এস এ হাউজিংয়ের বিরুদ্ধে জমি দখলের...
সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের এস এ হাউজিংয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ(ভিডিও)
স্টাফ রিপোর্টার ঃ সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মালিকানাধীন এস এ হাউজিংয়ের বিরুদ্ধে ফের জমি দখলের অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে আজ মঙ্গলবার (৩০ জুন) সুগন্ধা হাউজিংয়ের মো. আব্দুল মোতালেব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এর আগেও চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে । অভিযোগে উল্লেখ করা হয়েছে, সুগন্ধা হাউসিং এর ক্রয়কৃত সম্পত্তিতে বাঁধ নির্মাণ করে ড্রেজার দিয়ে বালু ভরাট করে দখলের পাঁয়তারা করছে বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের লোকজন।
এসময় সুগন্ধা হাউজিংয়ের লোকজন তাদেরকে বাধা দিতে গেলে চেয়ারম্যান সাইফুলের ক্যাডার বাহিনী তাদের ওপর চড়াও হয়। এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এছারাও কিছুদিন আগে কৃষকের জমি দখলের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ,বনগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম সাংবাদকর্মীদের উপর চড়াও হন।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, জমি দখলের লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যক্তিগত জমি ভরাট করা হলে কাজ বন্ধ করে দেওয়া হবে।