সাভারের হেমায়েতপুর নাজীমনগড় এলাকার অবনি নীট ওয়্যায় লিঃ এভয়াবহ অগ্নকান্ড ভিডিও ।

 

বিপ্লব সাভার ঃ সাভারে হেমায়েতপুরে নাজীমনগড় এলাকার অবনি নীট ওয়্যায় লিঃ নামের একটি কারখানার গুদামে ভয়াবহ অগ্নকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সাভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থাানীয়রা জানান, শুক্রবার দুপুর একটা চল্লিশ মিনিটের দিকে হঠাৎ এই কারখানার গুদামে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ,ফায়ার সার্ভিসকে খবর দেন । পরে ফায়ার সার্ভিসের প্রথমে তিনটি ও পরে আরো তিনটি ইউনিট ঘটনাস্থালে এসে আগুন নেভানোর কাজে হাত নেয় । প্রায় দেড় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে সার্ভিস ।

তবে আগুনের সূত্র পাতের ও ক্ষয়ক্ষতির বিষয়টি ততক্ষনিক নিশ্চিত করতে পারেনি ফায়ার সাভিস আর এ বিষয়ে কোন কথা বলেননি কারখানা কতৃপক্ষ।

এদিকে আগুনের সংবাদ পেয়ে গণমাধ্যম কমীরা ছুটে গেলেও তাদের ভিতরে প্রবেশ করতে দেয়নি কারখানার নিরাপত্তা কমীরা। কারো কারো সাথে অসাচারণ করেন।করেন অই কারখানর কতৃপক্ষ।