সাভারে অবৈধ গ্যাস সংযোগের ঠিকাদার মোল্লা রশিদের বিরুদ্ধে থানায় অভিযোগ।
স্টাফ রিপোর্টারঃ ঢাকার সাভারে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় সাভার তিতাস গ্যাস এর ঠিকাদার হুমায়ুন কবির রশিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর জয়নাবাড়ী স্কুল পাড়া এলাকার রায়হান নামের এক ব্যক্তি সাভার মডেল থানায় ঠিকাদার রশিদের নামে এ অভিযোগ দায়ের করেন।
সময় ভুক্তভোগী রায়হান বলেন গ্যাস অফিসের ঠিকাদার বৈধ সংযোগ দেয়ার কথা বলে খোকন এর মাধ্যমে তার কাছ থেকে দেড় লক্ষ টাকা নেয়।
পরে তারা অবৈধ সংযোগ দিয়ে বিল পরিশোধের জন্য ডুবলিকেট একটি বই দিয়ে যান।
এ সময় তারা গ্যাস বিল পরিশোধের জন্য ব্যাংকে গিয়ে জানতে পারেন তাদের সাথে প্রতারণা করা হয়েছে।
এই ঘটনায় ভুক্তভোগী রায়হান বাদী হয়ে সাভার মডেল থানায় ঠিকাদার রশিদের নামে একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী রায়হান আরো বলেন,ঠিকাদার রশিদ বৈধ সংযোগ দেয়ার কথা বলে এলাকার বেশ কিছু বাসা বাড়ির মালিকদের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি তদন্ত মোঃ সাইফুল ইসলাম বলেন, প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় ঠিকাদার রশিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ঘটনার সত্যতা পেলে রশিদ যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।