সাভারে কাউন্দিয়া ইউনিয়নের শান্ত চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ( ভিডিও )

Loading

বিপ্লব সাভার ঃ সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শান্তর বিরুদ্ধে অবৈধ ভাবে অসহায় পরিবারে জমি দখলের অভিযোগ উঠেছে।
গত শনিবার ১৯/১০/২০১৯ ইং দুপুর আড়াই টার দিকে কাউনদিয়া ইউনিয়নের টিকালারটেক জরিনার বাড়িতে এ যবর দখলের ঘটনা ঘটে।

ভুক্তভোগি মোছাঃ জরিনা আক্তার বলেন, কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে ১৮/১৯ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে তার মালিকানাধীন জমি দখলের চেষ্টা করে।

এসময় তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগালি করে জমিতে থাকা বিভিন্ন গাছ কেটে ফেলে।
এসময় জমির মালিক মোছাঃ জরিনা আক্তার তাদেরকে বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে মারধর করে ।
এ ঘটনার জরিনা আক্তার সাভার মডেল থানায় শান্ত চেয়ারম্যানের নামে জিডি করতে গেলে পুলিশ চেয়ারম্যানের নাম বাদ দিয়ে তার সাথে অন্য যারা ছিলো তাদের নামে জিডি করার পরামর্শ দেয়। এসময় সাত জনের নাম উল্লেখ্য করে ও ১০/১২ জনকে অজ্ঞাতনামায় একটি সাধারন ডায়েরী জিডি নং ৯৯৫ করেন।

এসময় জরিনা আক্তার আরো বলেন, এর আগে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরুল হাসান সাহেবের আদালত ঢাকা একটি পিটিশন মামলা দায়ের করেন, যার নং ৮১/২০১৯
তিনি আরো বলেন ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারা জারি থাকা সত্বেও চেয়ারম্যান শান্ত তার সাঙ্গপাঙ্গ নিয়ে কোটের আইন অমান্য করে তার জমিটি দখলের চেষ্টা করে।

এসময় ভুক্তভোগি জরিনা আক্তার আরো বলেন, শান্ত চেয়ারম্যান চলে যাবার সময় তাদেরেকে অকথ্য ভাষায় গালাগালি করে জমিটি ছেরে দিতে বলেন । আর তা না হলে পরবর্তী সময়ে জমিতে বাধা দিতে আসলে তাদেরকে খুন করা হুমকি দিয়ে যায়।মোছাঃ জরিনা আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এর বিচার চাই যে আমাদের মত নিরিহ মানুষদের উপর চেয়ারম্যান তার দলবল নিয়ে অত্যাচার করে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চাই।

এসময় তিনি আরো বলেন এই শান্ত চেয়ারম্যান আগে বিএনপির ক্যাডার ছিলো, আর এখন আওয়ামী লীগে যোগ দিয়ে এখন সন্ত্রাসী কার্যকলাপ করে আমাদের উপর জুলুম অত্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি।