সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার হাতে তুলে দিলেন ফখরুল আলম সমর (ভিডিও)

Loading

বিপ্লব,সাভারঃ ঈদুল ফিতর উপলক্ষে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নগদ অর্থ বিতরণ চলছে সারাদেশে।

তারই অংশ হিসেবে ঢাকা জেলার সাভার উপজেলাধীন তেঁতুলঝোড়া ইউনিয়নবাসীও পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার।

১০ মে তেঁতুলঝোড়া ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মোট ৫৪০ টি পরিবার’কে ঈদ উপহার নগদ অর্থ প্রদান করা হয়।

প্রতিটি ওয়ার্ডে গিয়ে জনগণের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক , ফখরুল আলম সমর।

প্রধানমন্ত্রীর দেওয়া উপহার এর পাশাপাশি তেঁতুলঝোড়া ইউনিয়ন চেয়ারম্যান তার নিজ অর্থায়নে ৫৪০ জনকে চাহিদা অনুযায়ী শাড়ী অথবা লুঙ্গী বিতরণ করেন।

এবিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, করোনা মহামারীর প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য মানবতার মা জননেত্রী শেখ হাসিনা যে ব্যবস্থা গ্রহণ করছেন তা ইতিহাসে বিরল। আমরা প্রধানমন্ত্রীর সাথে একাত্মতা প্রকাশ করে দেশের উন্নয়নে অংশ নিতে সদা প্রস্তুত।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ঈদ উপহারের পাশাপাশি নিজস্ব তহবিল ও ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে চার হাজারের বেশি নারী,পুরুষকে ঈদের নতুন শাড়ী ও লুঙ্গী এবং শিশুদের জন্য নতুন পোশাক দেওয়া হয়েছে, এবং এই বিতরণ ঈদের আগের দিন পর্যন্ত চলবে।

এ সময় সরকার ও জনপ্রতিনিধিদের পাশাপাশি সমাজের বিত্তবানদের, বিপদগ্রস্ত জনগণের সহযোগিতা করার আহবান জানান তিনি।