সাভারে বিএনপি নেতার ছেলের হাতে ছাত্রলীগের গুরুদ্বায়িত্ব

Loading

সাভার প্রতিনিধিঃ সাভারের বিরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটিতে সাধারন সম্পাদকের গুরুদ্বায়িত্ব পেলেন জাতীয়তাবাদী কৃষকদল নেতার ছেলে।

জানা গেছে, সদ্য অনুমোদন প্রাপ্ত বিরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান হোসেনের পিতা সাভার উপজেলা বিএনপি’র সহযোগী সংগঠনের গুরুত্বপুর্ণ নেতা।

কাগজপত্র সুত্র বলছে, নব্য ছাত্রলীগ নেতা মোঃ ইমরানের পিতা সাভার থানা জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি নাম মোঃ শাহাবুদ্দিন। বিএনপি দলীয় সাবেক সাংসদ ডাঃ সালাউদ্দিন বাবুর অতি কাছের লোক হিসাবে পরিচিত কৃষকদল নেতা শাহাবুদ্দিন।

আওয়ামীলীগ দলীয় প্রধান শেখ হাসিনা যেখানে বলছেন ছাত্রলীগের পদ পদবি দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্টদের পরিবারিক রাজনীতির খোঁজ খবর নিতে হবে।। বিএনপি জামায়েত পরিবারের সদস্যদের ছাত্রলীগ আওয়ামীগে কোন প্রয়োজন নেই। দলীয় নেত্রীর এমন মনভাবকে বুড়োআঙুল দেখিয়ে সারাদেশে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনে চলছে পদ বানিজ্য।

প্রশ্ন উঠেছে তৃণমূলে ছাত্রলীগের রাজনীতিতে দূর্বৃত্তদের পদায়ন ভবিষ্যৎ আওয়ামী রাজনীতির অশনীসংকেত।
নাম প্রকাশ করা না শর্তে ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র নেতা অভিযোগ করে বলেন, ছাত্রলীগে নেতৃত্ব দেওয়ার মত অনেক যোগ্য ছেলে বিরুলিয়া ইউনিয়নে রয়েছে। যারা কমিটি অনুমোদন দিয়েছে তারা আদৌ ইউনিয়নের সিনিয়র নেতাদের মতামত নিয়েছে কিনা সন্দেহ রয়েছে।তিনি আরো বলেন,যাদের পুর্বপুরুষ আওয়ামী রাজনীতিতে সম্পৃক্ত তাদেরকে ছাত্রলীগে সুযোগ দেওয়া উচিত।

সাভার উপজেলা ছাত্রলীগ বিরুলিয়ায় বিতর্কিত কমিটি করবে এমনটা প্রত্যাশিত নয়। অবিলম্বে ছাত্রলীগের সাঃ সম্পাদক পদ থেকে ইমরানকে অব্যাহতি দেওয়ার দাবি তুলেন।

উপজেলা ছাত্রলীগ নিজেদের অবস্থান পরিস্কার করতে এ বিষয়ে কি ব্যবস্থা নেয় এটাই দেখার বিষয়।

সাভার উপজেলা ছাত্রলীগ গত ১লা সেপ্টেম্বর ১ বছরের জন্য বিরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করে। এই কমিটির সাঃ সম্পাদকের গুরুদ্বায়িত্ব দেওয়া হয় বিএনপি নেতার পুত্র ইমরান হোসেনকে।