সিংগাইরে নিখোঁজ বৃষ্টি আক্তার কে ৫ দিন পর উদ্ধার করলেন পুলিশ
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরে বৃষ্টি আক্তার নিখোঁজের ৫ দিন পর উদ্ধার করলেন সিংগাইর থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়,গেলো ২৪ এপ্রিল বৃষ্টি আক্তার হটাৎ করেই তাহার স্বামীর বাড়ি থেকে পারিবারিক কলহের জের ধরে কাউকে কিছু না বলে বাসা থেকে নিখোঁজ হয়ে যায়।
এর পড় তার বাবা ‘শেখ সেলিম সিংগাইর থানায় একটি নিখোঁজ জিডি করেন,যাহার নাম্বার (১৩৩২)। তারই সূত্র ধরে সিংগাইর থানা পুলিশ,’ উন্নত প্রযুক্তির সহোযোগিতায় ২৮ এপ্রিল বিকেলে বগুড়ার সোনাতলা থানা এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম জানান, মানিকগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার জনাব গোলাম আজাদ খান, পিপিএম(বার) মহোদয়ের দিক নির্দেশনায় সিংগাইর থানার তত্ত্বাবধানে, ওসি তদন্ত মানবেন্দ্র বালোর নেত্রীতে তথ্যপ্রযুক্তি সহযোগিতায়,পায় ৩৬ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ,বগুড়ার জেলার সোনাতলা থানা এলাকা থেকে বৃষ্টি আক্তার কে উদ্ধার করা হয় ।
উদ্ধার কালে ওসি তদন্ত মানবেন্দ্র বালোর সাথে সহযোগিতায় ছিলেন ,এস,আই তারেক এস,আই জলিল, কন্সটেবল আমিনুল, কন্সটেবল খাদিজা ।