![]()
![]()
ভুক্তভোগী পরিবারের অভিযোগ গেল ২৪ শে ডিসেম্বর হঠাৎ করেই আরিয়ানের পেটে ব্যথা শুরু হলে আরিয়ানের পরিবার আরিয়ানকে সিংগাইর বাজারস্থ জয় ফার্মেসি নামের একটি দোকানে গেলে, সেই দোকানের মালিক বিকাশ সাহা বেশ কিছু ঔষধ দেন আরিয়ান খাওয়ানোর জন্য, পরবর্তীতে সে ওষুধ খাওয়ানোর পরেও আরিয়ানের অবস্থার অবনতি হলে, আরিয়ানের পরিবার জয় ফার্মেসির বিকাশ সাহা কে জানালে তিনি আবার একটা ডোজ দিলে, তাতে অবস্থার পরিবর্তন না হলে, ২৫ তারিখ রবিবার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় তার পরিবার , সিংগাইর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্য চিকিৎসক দ্রুত আরিয়ানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। হাসপাতালে যাওয়ার পরপরই আরিয়ান হঠাৎ করেই সংজ্ঞা হারালে কর্তব্যরত চিকিৎসক তাদের হাসপাতালে আইসিওতে বেট খালি নেই বলে জানালে আরিয়ানের পরিবার আরিয়ানকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে অবস্থার পরিবর্তন না ঘটায়, পরে ঢাকার রেমেডি কেয়ার হাসপাতালে ভোর রাতে শিশু আরিয়ানের মৃত্যু হয়।
তার এখানেই বিভিন্ন ডাক্তারদের সাইনবোর্ড লাগিয়ে চেম্বার দেয়া হয়েছে, যেখানে রোগীদের ইমার্জেন্সি চিকিৎসা দেওয়ার ব্যবস্থাও আছে । তবে জরুরী চিকিৎসা দেওয়ার জন্য যেসব ডাক্তারি সরঞ্জামাদি আছে, তাপরে আছে অযত্ন আর অবহেলায়, জরুরী চিকিৎসার রোগীদের জন্য ইনজেকশনের সিরিঞ্জ ও বিভিন্ন ওষুধপত্র পড়ে আছে দোকান ঝাড়ুর নিচে ।