সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

Oplus_0

Loading

মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, আলোচনাসভা, বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা, আহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবারদের সংবর্ধনা দেয়া হয়।

এ উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) দিনের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।

পরে অন্যান্য কর্মসূচির মধ্যে সকাল ৮ টায় পতাকা উত্তোলন, বিজয় মেলা উদ্বোধন, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা ও আলোচনা সভা এবং পুরুস্কার বিতরণ করা হয়েছে। এছাড়াও বীরমুক্তিযোদ্ধার হাতে সন্মাণনা ক্রেষ্ট তুলে দেয়া হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম শাহিনুজ্জামান শিশিরের সঞ্চালনায় উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো.হাবিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ রেজাউল করিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইঞ্জি. মো. ইউনুস, উপজেলা প্রানী সম্পদ অফিসার মো.সাজেদুল ইসলাম, সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মফতেজুর রহমান খাঁন বিবেক প্রমুখ।

এসময় রাজনীতি দলে আরও অঙ্গ সংগঠন ও সিংগাইর থানা গনঅধিকার পরিষদের সভাপতি আল আমীন হাসান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুর নেতৃত্বে মহান বিজয় দিবসটি উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ও দলের অন্যান্য নেতাকর্মীদের সাথে নিয়ে বিজয় দিবস উপলক্ষে এক বিশাল র‍্যালি করে থাকেন।

এসময় উপজেলা প্রশাসনের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত।