গাইবান্ধার সুন্দরগঞ্জে ইটবাহি ট্রলি চাপায় আলামিন (১৩) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
এসময় ইউসুফ (১৩) ও শাহরিয়ার হোসেন ওরফে স্বাধীন (১৩) নামে আরো ২ ছাত্র আহত হয়ে রংপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরা সকলেই উপজেলার রামভদ্র ডিবিএইচ আদর্শ শিশু নিকেতনের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, বুধবার সকালে তারা নিজ নিজ বাইসাইকেলযোগে বিদ্যালয়ে যাবার সময় ময়েজ মিয়ার নয়ারহাটে পৌঁছিলে তাদের বিপরীত দিক থেকে আসা ইটবাহি একটি ট্রলি (মহেন্দ্র) তাদেরকে (৩ ছাত্রকে) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলামিন নিহত হয়। সে সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গাস্থ কলেজপাড়ার আলা- উদ্দিনের পুত্র। আহত ইউসুফ মিয়া একই পাড়ার হাসমত আলীর পুত্র ও স্বাধীন মিঞা বিদ্যালয়ের পার্শবর্তী তালুক সর্বানন্দ গ্রামের বটতলাস্থ মঞ্জু মিঞার পুত্র। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রলিতে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এসময় হেল্পার পালিয়ে গেলেও ঘাতক ট্রলিটির চালক নিশাত ইসলামকে আটক করেছে পুলিশ। ট্রলি চালক নিশাত উপজেলার পূর্ব শিবরাম গ্রামের রেজাউল ইসলামের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান জানান, নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।