সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়া পেলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে তাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ । তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসার পর্যবেক্ষণের জন্য তাকে আরও কিছুদিন সিঙ্গাপুরে থাকতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা আবু নাসের টিপু ।
তিনি জানান, বিকেলে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে জানাবেন ওবায়দুল কাদেরের চিকিৎসক। কাদেরের শারীরিক অবস্থা বিবেচনা করে পরে দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
গত ২০ মার্চ সিঙ্গাপুরে কার্ডিও থোরাসিক সার্জন, ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। ২৬ মার্চ তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।