অজ্ঞাত গাড়ির ধাক্কায় হামিদুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক নিহত

রাজধানীর শের-এ-বাংলা নগরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় হামিদুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী মোস্তফা বিশ্বাস।

পুলিশ জানায়, মঙ্গলবার( ১৮ ডিসেম্বর) ৯টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান হামিদুল। আহত মোস্তফা বিশ্বাসকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। নিহত হামিদুল বাণিজ্যমেলায় কাঠ মিস্ত্রির কাজ করতেন। আর মোস্তফা কাঠ পরিবহন শ্রমিক।